শাহমখদুম মেডিকেল কলেজ

শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২০ ০৫:২০; আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ২৩:৫০

রাজশাহীর বেসরকারি শাহমখদুম মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।  শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, করোনার জন্য বেসরকারি শাহমখদুম মেডিকেল কলেজ বন্ধ। শিক্ষার্থীরা কলেজের হোস্টেলে শীতের কাপড় বের করার জন্য যাচ্ছিলেন। তখন কলেজের কর্মচারীরা তাদের ঢুকতে বাধা দেন। এ সময় দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারপিট শুরু হয়। এতে কয়েকজন আহত হয়েছেন।

শাহমখদুম মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান স্বাধীন ঘটনাটিকে পরিকল্পিত উল্লেখ করে বলেন, দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তবে শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল আসছেন। তাদের সামনে বিব্রত পরিস্থিতি তৈরি করার জন্যই এ ঘটনাটি ঘটানো হয়েছে।

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top