ব্যবসায়ী হত্যার অভিযোগে কলেজছাত্র গ্রেপ্তার

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০ ০৬:০৫; আপডেট: ২০ মে ২০২৪ ২৩:১৪

নাটোরের নলডাঙ্গায় অরুণ শর্মা নামের এক সার ব্যবসায়ীকে হত্যা করে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আলামিন নামের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজশাহীর এক ছাত্রাবাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ের দুই লাখ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়। রোববার (২৯ নভেম্বর) তার জবানবন্দি নিতে নাটোর আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার কলেজছাত্র সোনাপাতিল গ্রামের সাকের আলীর ছেলে ও রাজশাহী সিটি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

উল্লেখ্য, নলডাঙ্গা বাজারের সার ব্যবসায়ী অরুণ শর্মা গত ২১ নভেম্বর রাত ৮টার দিকে দোকান বন্ধ করে টাকাসহ বাজার থেকে নিজ বাড়ি সোনাপাতিল গ্রামে ফিরছিলেন। পথে তালতলা এলাকায় দুর্বৃত্তরা পেছন থেকে লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন অরুণ। এ সময় তার কাছে থাকা তিন লাখ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিক ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top