চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় প্রাণ হারালেন ৬ গরুসহ রাখাল

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ১৪ মে ২০২৪ ১৭:৩১; আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ১৬:১২

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুর পালে পাথরভর্তি ট্রাক উঠে পড়লে এরফান আলী (৫৫) নামের এক গরুর রাখাল নিহত হন। এ সময় ছয়টি গরুও মারা যায়। চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের নিচুধুমি এলাকায় এলাকায় গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের চাঁপাইনবাবগঞ্জের লয়লাভাঙ্গা ইউনিয়নের নিচুধুমি এলাকায় কয়েক শ গরুর একটি পাল নিয়ে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন এরফান আলী। সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক পেছন থেকে গরুর পালে উঠে পড়ে। ঘটনাস্থলেই মারা যায় ৬টি গরু। এ সময় এরফান আলীর পা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে থাকা মরদেহ পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top