সিরাজগঞ্জে চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার, ভ্যান ছিনতাই
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ১ জুন ২০২৪ ১৭:১২; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০০:২৫
-2024-06-01-17-03-39.jpg)
সিরাজগঞ্জের সলঙ্গায় রেজাউল করিম নামে (৩০) এক অটো ভ্যানচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে ছিনতাই হয়েছে তাঁর ভ্যানটি। তাঁকে হত্যা করে মোটরচালিত অটোভ্যানটি ছিনতাই করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। আজ শনিবার সকালে জেলার সলঙ্গা থানার বাসুদেবকোল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রেজাউল করিম সলঙ্গা থানার দত্তকুশা গ্রামের রমজান আলীর ছেলে।
সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) তাজউদ্দিন আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত রেজাউল করিম প্রতিদিনের মতোই শুক্রবার রাতেও তাঁর ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ে কাজে বের হয়ে আর বাড়ি ফেরেননি। শনিবার সকালে বাসুদেবকোল এলাকায় রাস্তার পাশে তার হাত-পা বাধা মরদেহ দেখতে পেয়ে তা উদ্ধার করে পুলিশ।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে ভ্যানগাড়িটি ছিনতাই করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিষয়: সিরাজগঞ্জ
আপনার মূল্যবান মতামত দিন: