রাজশাহীর মাঠেও গড়াবে বিপিএল
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ১৪ জুন ২০২৪ ১২:৪৩; আপডেট: ১৩ মার্চ ২০২৫ ০১:৪৪
-2024-06-14-12-42-39.jpg)
রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে নতুন ফ্লাডলাইট লাগানো হবে। সেখানে অনুষ্ঠিত হবে বিপিএলের খেলা।
বুধবার জাতীয় সংসদ ভবনে সাক্ষাৎকালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বুধবার জাতীয় সংসদ ভবনে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। এ সময় তিনি শহিদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে নতুন ফ্লাডলাইট লাগানো এবং বিপিএলের খেলা আয়োজনের কথা জানান। নিঃসন্দেহে এটি ক্রীড়াপ্রেমীসহ রাজশাহীবাসীর জন্য আনন্দের খবর। এজন্য আমি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
আপনার মূল্যবান মতামত দিন: