রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সভা অনুষ্ঠিত
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২০ ০০:২৫; আপডেট: ৪ ডিসেম্বর ২০২০ ০০:৫৮
-2020-12-03-18-24-24.jpg)
রাজশাহীতে অনুষ্ঠিত হল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা।
বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সকালে রাজশাহী জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সোসাইটির রাজশাহী জেলা ইউনিট ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার।
সভাপতির বক্তব্যে ইউনিট চেয়ারম্যান দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়া, আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বার্ষিক সাধারণ সভা সফলতার সাথে আয়োজন করার জন্য সকল সদস্যকে আহ্বান জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট সেক্রেটারি শফিকুজ্জামান শফিক। সভায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য মো. লিয়াকত আলী, অধ্যক্ষ মাহমুদ হোসেন, মীর তৌফিক আলী ভাদু, সামাউল ইসলাম, আখতারুজ্জামান, ইউনিট অফিসার বাকী বিল্লাহ যুব সদস্য সোলাইমার রবি।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: