রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ১২ জুলাই ২০২৪ ২০:৪৯; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১০:৩৫

ছবি: সংগৃহীত

রাজশাহীতে ১২ ঘণ্টায় চলতি বর্ষা মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজশাহীতে ১৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এটিই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত বলে জানিয়েছে রাজশাহী আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার বিকেল থেকে রাজশাহীতে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। এতে শহরের বিভিন্ন সড়কে পানি জমে যায়। এই বৃষ্টিতে খুশি রাজশাহীর কৃষকেরা। তাঁরা জানিয়েছেন, রাজশাহীতে এখন নতুন করে ধানের চারা লাগানোর কাজ চলছে। এখন সেচের দরকার। বৃষ্টিতে কৃষকেরা উপকৃত হয়েছেন।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক শহিদুল ইসলাম বলেন, রাজশাহীতে ১২ ঘণ্টায় ১৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এটি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত। এর আগে গত ৩ জুলাই ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে ছালমা বলেন, এই বৃষ্টি ফসলের জন্য ভালোই হলো। জমিতে কৃষকেরা ধানের চারা লাগাচ্ছেন। এখন বৃষ্টির দরকার ছিল। পাটের জন্যও ভালো হলো এই বৃষ্টি। জমিতে কৃষকের ক্ষতি হওয়ার মতো কোনো ফসল নেই।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top