মাসব্যাপী শীতবস্ত্র হস্ত ও কুটির শিল্প মেলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২০ ২২:৫১; আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ১৭:৩৫

১৬ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মাসব্যাপী শীতবস্ত্র হস্ত ও কুটির শিল্প মেলার আয়োজন করেছে উইমেন এন্টারপ্রিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব), রাজশাহী শাখা। শনিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় নগরীর কলেজিয়েট স্কুল মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

ওয়েবে'র সভাপতি আঞ্জুমান আরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশঅহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ড. মোসা. নুরজাহান বেগম, রাজশাহী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ড্রাস্টিজের সভাপতি মো. মনিরুজ্জামান মনি ও বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি মো. লিয়াকত আলী।

আলোচনা সভায় নারী উদ্যোক্তাদের কাজের পরিবেশ তৈরীতে সকলের সহযোগীতা চান বক্তাগণ। সভা শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ।

এনএস



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top