বিএনপির মিডিয়া সেল রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী গ্রেফতার
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ২৭ জুলাই ২০২৪ ১৬:২১; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১০:৪২

সিংড়া থেকে বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিএনপির মিডিয়া সেল রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী এবং দৈনিক দিনকালের বিশেষ প্রতিবেদক আবুল কালাম আজাদকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাত ২টায় নিজ বাড়ি বিলদহর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের বিলদহর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
এর আগে গত ২১ জুলাই রাতে ১৪ জনের নাম উল্লেখসহ অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মীর নামে বিস্ফোরক দ্রব্য আইনে থানায় মামলা করা হয়। গ্রেফতার করা হয় বিএনপির রামানন্দ খাজুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যাম আফছারুজ্জামানসহ তিনজনকে। তাদের কাছ থেকে উদ্ধার দেখানো হয় ককটেল, মশাল, ইটের টুকরো ও পেট্রল বোমা।
সিংড়া থানার ওসি আবুল কালাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ছয় দিনে এ মামলায় ১০ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: