রাজশাহীর নগর ভবনে আগুন, আ. লীগের সব অফিস ভাঙচুর

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ৬ আগস্ট ২০২৪ ০৯:১৪; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০৮:৩৯

ছবি: সংগৃহিত

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) ভবনে অগ্নিসংযোগ করা হয়েছে। সোমবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ভাঙচুর করে কম্পিউটারসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাওয়া হয়। এছাড়া বিকেল থেকে মহানগর আওয়ামী লীগের প্রধান অফিসসহ সব কার্যালয় ও ভাঙচুর করেন বিক্ষুব্ধ জনতা।

এদিন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের উপশহরের বাসভবনে ভাঙচুর করা হয়। যুবলীগ নেতা ও রাসিক কাউন্সিলর তৌহিদুল হক সুমনসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন কাউন্সিলের অফিস ভেঙে ফেলেন সাধারণ জনতা। মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সম্পাদক আজিজুল আলম বেন্টুর ব্যবসা প্রতিষ্ঠান লবঙ্গ চাইনিজ রেস্টুরেন্ট ভাঙচুর করা হয়।

বিকেলে সরেজমিনে ঘুরে দেখা যায়, রেলগেটে থাকা শহীদ এএইচএম কামারুজ্জামানের ছবি বিকৃত করে ফেলেন কয়েকজন যুবক। জাতীয় পতাকা হাতে স্লোগান দিতে থাকেন। আওয়ামী লীগ নেতার মালিকানাধীন ডালাস হোটেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর আগুন দেওয়া হয় নগর ভবনে।

সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে হাজার হাজার মানুষের উল্লাস দেখা যায়। নারী ও শিশুরাও নেমে আসেন রাজপথে। একে অপরকে মিস্টিও খাওয়ানো হয়। নগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ি ঘিরে কয়েকজন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করা হয়। খবর পেয়ে সেখানে সেনাবাহিনীর একটি টিম গিয়ে পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ সদস্যদের উদ্ধার করে। এছাড়া রাজশাহী নিরাপত্তার কারণে নগরীর সিএন্ডবি মোড় এলাকায় আরএমপির হেডকোয়ার্টার থেকে পুলিশের বেশ কয়েকটি গাড়ি বের হয়ে অন্যত্র চলে যেতে দেখা যায়।

নগরীর কুমারপাড়া এলাকায় আওয়ামী লীগের প্রধান অফিস ভেঙে ফেলে সেখানে বিজয় উল্লাস করেন সাধারণ জনতা। এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়।

এর আগে সোমবার (৮ আগস্ট) দুপুরে নগরীর আলুপট্টি এলাকায় শিক্ষার্থীদের আন্দোলন শুরু হলে সেখানে গুলি চালায় পুলিশ ও ছাত্রলীগ। এতে অন্তত ৬ জন নিহত হয়েছেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।

তারা বলেন, বেলা ১১ টার দিকে তালাইমারি এলাকায় সরকারের পদত্যাগের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান করি। শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলছিল। এ সময় পুলিশ টিয়ারগ্যাস, রাবার বুলেট ও গুলি ছুড়ে৷ কুমারপাড়া আওয়ামী লীগ অফিসের দিক থেকে ছাত্রলীগ নেতারা গিয়ে প্রকাশ্যে গুলি চালায়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শংকর কে বিশ্বাস জানান, ৫০ জনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাদের মধ্যে ৩০ জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়৷



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top