রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে ডিসি’র বৈঠক

নিজস্ব প্রতিনিধি: | প্রকাশিত: ৬ আগস্ট ২০২৪ ১৮:৩৪; আপডেট: ৬ আগস্ট ২০২৪ ১৮:৫০

ছবি: সংগৃহিত

রাজশাহীতে চলমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় বিএনপি-জামায়াতসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা করেছেন রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি)।

মঙ্গলবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর সিইও লেফটেনেন্ট কর্নেল শামীম আহমেদ, এডিসি (সার্বিক) কল্যাণ চৌধুরী, এডিসি (রাজস্ব) সরকার অসীম কুমারসহ প্রশাসনের কর্মকর্তাগণ। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী আমীর ড. মাওলানা কেরামত আলী ও দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, বিএনপির কেন্দ্রীয় নেতা ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শফিকুল হক মিলন, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. এরশাদ আলী ইশা, মহানগর জাতীয় পার্টির সভাপতি মো. সাইফুল ইসলাম স্বপন প্রমুখ।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top