মিছিলের সামনে থাকা নিয়ে রাজশাহীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৪ ২২:১৫; আপডেট: ৬ আগস্ট ২০২৫ ১৫:৫৪

ছবি: সংগৃহীত

রাজশাহীতে মিছিলের সামনে দাঁড়ানো নিয়ে বিএনপির নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

আজ বৃহস্পতিবার রাজশাহীর কাটাখালীতে বিক্ষোভ সমাবেশে এ ঘটনা ঘটে।

বিকেলে কাটাখারী পৌর বিএনপির নেতা–কর্মীরা মাসকাটাদীঘি স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলের শুরুতে কাটাখালী পূর্ব ও পশ্চিমপাড়া বিএনপির দুই গ্রুপের নেতা–কর্মীরা সামনে দাঁড়ানোর চেষ্টা করেন। এ নিয়ে তাঁদের মধ্যে হাতাহাতি শুরু হয়।

মিছিল শেষে মাসকাটাদীঘি স্কুল মাঠে জড়ো হন নেতা–কর্মীরা। এ সময় মাঠের এক প্রান্তে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে এলাকাটিতে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে নেতা–কর্মীদের দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন।

এ সময় রাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ মামুন, জেলা যুবদলের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মো. ইউসুফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মনিরুল ইসলাম মনির প্রমুখ উপস্থিত ছিলেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top