গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৪ ২৩:২৫; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০৮:২৩

ছবি: সংগৃহীত

গাজীপুরের সালনায় ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) রাত ৯টার দিকে বগিটি লাইনচ্যুত হয়েছে বলে নিশ্চিত করেছেন জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী।

তিনি বলেন, রাত পৌনে ৯টার দিকে ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি গাজীপুরের সালনা পৌঁছালে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

হানিফ আলী বলেন, ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করবে। কয়টা নাগাদ ট্রেন চলাচল শুরু হবে এখনো বলা যাচ্ছে না।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top