পত্নীতলায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন
শিহাব আনছারী পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৪ ২০:২৮; আপডেট: ৬ আগস্ট ২০২৫ ০০:১৯

নওগাঁর পত্নীতলায় বীর মুক্তিযোদ্ধা সোলাইমান আলীকে (৮৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেল পৌণে ৪ টায় তাঁকে উপজেলার পত্নীতলা ইউনিয়নের সম্ভুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা শেষে স্থানীয় গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সোলাইমান আলী মঙ্গলবার সকাল ৬ টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুল কবির, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল ইসলাম প্রমুখ।
তাঁর মৃত্যুতে পত্নীতলা প্রেস ক্লাবের পক্ষে সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দীন আজাদ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: