ধামইরহাটে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ধামইরহাট নওগাঁ প্রতিনিধি: | প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৯; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০২:৩৪

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি ডিগ্রি কলেজ হলরুমে উপজেলা পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে পৌর বিএনপি আহব্বায়ক মো. নুরুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম লিটন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থাকে দিকনির্দেশনা বক্তব্য রাখেন, নওগাঁ ৪৭-২ (ধামইরহাট-পত্নীতলায়) আসনের সাবেক সংসদ সদস্য, কৃষি বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি মো. সামসুজ্জোহা খাঁন (জোহা)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা মহিলা দল ভারপ্রাপ্ত সভাপতি মোছা. সামিনা পারভিন (পলি)।
এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মাজেদা বেগম, পত্নীতলা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মরিয়ম শেফা, উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক এম এ ওয়াদুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য মো. হানজালা, পৌর বিএনপির সাবেক সিনিয়র সভাপতি মো. শহিদুল ইসলাম, পৌর সভা নেত্রী শাহিনা ইয়াসমিন, ছাত্রনেতা অভি, উপজেলা বিএনপি,পৌর বিএনপি, উপজেলা যুবদল, মহিলা দল, কৃষক দল, ছাত্রদল এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: