হাসিনা সরকারের পতনের পর ধামইরহাটের অসংখ্য নেতাকর্মী আত্মগোপনে
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৯; আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪ ২০:২৯
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী হাসিনা দেশ ত্যাগ ও আওয়ামী লীগের পতনের পর নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার অসংখ্য নেতাকর্মী ও জনপ্রতিনিধি আত্মগোপনে রয়েছে।
এরমধ্যে অন্যতম প্রধান আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহিদুজ্জামান সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আজাহার আলী মন্ডল, সাবেক পৌর মেয়র আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ৪ নং উমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক সরকার।
আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গনি, নওগাঁ জেলা পরিষদের সদস্য নুরুজ্জামান, ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান লাকি, আড়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী কোমল, ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আহসান হাবীব পান্নু, সাবেক ছাত্রলীগ সভাপতি আনন্দ কুমার শিল, যুবলীগ নেতা আব্দুল মুকিত কল্লোল, আওয়ামীলীগ নেতা আব্দুল ছালাম,সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও আওয়ামী লীগ নেতা সানাউল ইসলামসহ ধামইরহাট উপজেলা আওয়ামী লীগ অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীগণ।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: