ধামইরহাট থানায় নতুন ওসি‘র যোগদান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৭; আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৮

ছবি: সংগৃহীত

নওগাঁর ধামইরহাট থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. রাইসুল ইসলাম।

গতকাল বুধবার রাতে তিনি অনুষ্ঠানিক ভাবে থানায় যোগদান করেন। এর আগের ওসি মো. বাহাউদ্দিন ফারুকী নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে বদলী হয়েছেন।

এবিষয়ে নতুন ওসি রাইসুল ইসলাম জানান- ধামইরহাট থানায় যোগদানের পূর্বে আমি দিনাজপুর জেলা বিশেষ শাখায় কর্মরত ছিলাম।

ছাড়া বিভিন্ন থানায় পুলিশ প্রশাসনে অনেক গুরুত্বপূর্ণ অভিযানে নেতৃত্ব দিয়েছেন পাশাপাশি ২০১০ সালে ধামইরহাট থানায় পুলিশের উপ-পরিদর্শক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে গেছি।

আবারো ওসি হিসেবে এখানে যোগদান করতে পেরে নিজেকে আনন্দিত মনে করছি। আশা করি উপজেলার মানুষদের সেবায় কাজ করতে পারব। ভয়াবহ মাদকসহ নানান অপকর্ম থেকে উপজেলার যুবসমাজকে রক্ষার্থে সকলের নিকট সহযোগীতা কামনা করেন তিনি।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top