সীমান্তে ৬ অনুপ্রবেশকারী আটক

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২৬; আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩১

ছবি: সংগৃহিত

হবিগঞ্জের মাধবপুরে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২২ সেপ্টেম্বর) ভোরে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীনস্ত ধর্মঘর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১৯৯৭/৩-এস-এর অনুমানিক ১০০ গজ বাংলাদেশের ভেতরে সন্তোষপুর নামক স্থান থেকে তাদের আটক করা হয়।আটকরা সবাই বাংলাদেশী। তারা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যান।

আটকরা হলেন - চাঁপাইনবাবগঞ্জ জেলার দুলাল মিয়া (৩০), রাসেল (১৬), শাহাদত হোসেন (১৯), আব্দুল বারী (৩০), আব্দুল আলীম (১৯), তোষার আলী (১৭)।

বিজিবি জানায়, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন যে দালালদের সহায়তায় ২-৩ মাস আগে মাধবপুর সীমান্ত দিয়ে রাজমিস্ত্রির কাজ করার জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। ফের তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক হন। এ সময় তাদের কাছ থেকে তিন হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top