ধামইরহাটে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৪ ১২:৪০; আপডেট: ৩ আগস্ট ২০২৫ ২৩:০৯

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জাহানপুর ইউনিয়নের বড়শিবপুর ইসলামীয়া দ্বী-মুখী দাখিল মাদ্রাসা মাঠে ৮নং ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় থানা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি নেতা আলহাজ্ব মো. হানজালা, বিএনপি নেতা শামীম কবির মিল্টন, যুবনেতা রুবেল হাসান রতন, ছাত্রনেতা রোমন, ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি কেএম নায়েক আলী, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, ইউনিয়ন আহবায়ক তরিকুল ইসলাম রাঙা প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: