নওগাঁয় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৪ ২০:৪৩; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০০:১৮

নওগাঁর আত্রাইয়ে নৌকায় মাছ ধরতে নেমে বজ্রপাতে রায়হান আলী মন্ডল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার হালতির বিলের উদয়পুর পয়েন্টে আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়। নিহত রায়হান আলী উপজেলার বিশা ইউনিয়নের ক্ষুদ্রবিশা গ্রামের সাদেক আলীর ছেলে।
বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করে আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন জানান, সকালে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। থেমে থেমে বৃষ্টির পাশাপাশি বজ্রপাত হচ্ছিল। এর মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে নৌকা নিয়ে হালতির বিলে মাছ ধরতে যান রায়হান আলী। এক পর্যায়ে আকস্মিক বজ্রপাতে বিলের মধ্যেই তার মৃত্যু হয়।
পরে নিহতের পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে দাফন কাজ সম্পন্ন করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: