যথাযোগ্য মর্যাদায় জেলা পরিষদের বিজয় দিবস উদযাপন
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২০ ২৩:৫৬; আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০ ২৩:৫৬
-2020-12-16-17-54-45.jpg)
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে রাজশাহী জেলা পরিষদ। দিবসটি উপলক্ষে পালন করেছে নানা কর্মসুচি।
বুধবার (১৬ ডিসেম্বর) নগরীর লক্ষ্মীপুরস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে জেলা পরিষদ চেয়ারম্যান মোহম্মদ আলী সরকারের নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান ও সহকারী প্রকৌশলী মাসুদ-ই-মোহাম্মদ, জেলা পরিষদের সদস্য জয়জয়ন্তি সরকার মালতি, ইঞ্জিয়ারিং অ্যান্ড সার্ভে ইন্সটিটিউটের অধ্যক্ষ মাহমুদ হোসেন, জেলা পরিষদের প্রধান হিসাবরক্ষক আব্দুল মান্নানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।
মহান বিজয় দিবসে বঙ্গবন্ধুর ম্যুরালে আরও পুস্পস্তবক অর্পণ করেন ইঞ্জিয়ারিং অ্যান্ড সার্ভে ইন্সটিটিউটের পক্ষ থেকে শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের সদস্যগণ।
এছাড়া দিবস উপলক্ষে জেলা পরিষদ কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে মহান মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: