ধামইরহাটে সাংবাদিকদের সাথে ইউএনও'র মতবিনিময়

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৪ ২০:২১; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০০:২০

ছবি: সংগৃহিত

নওগাঁর ধামইরহাট উপজেলার নবাগত নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমানের সাথে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার রাতে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের এর কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিক উপস্থিত ছিলেন।

এ সময় নবাগত ইউএনও মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,আমি আপনাদের এলাকায় কাজ করতে এসেছি। কাজ করতে গেলে ভুলক্রটি থাকবে। আপনারা আমাকে ভুলক্রটি ধরিয়ে দিলে আমি সংশোধন হয়ে সঠিক কাজ করতে পারবো। সাংবাদিকরা প্রশাসনের সবচেয়ে বড় বন্ধু। এ সময় স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন পদোন্নতি পেয়ে নাটোর জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন হওয়ার উপজেলা নির্বাহী অফিসার পদে মো.মোস্তাফিজুর রহমান গত বৃহস্পতিবার যোগদান করেন। এর আগে তিনি মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আরডিসি হিসেবে কর্মরত ছিলেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top