ধামইরহাটে ৮৩ শতাংশ জমির ধান নষ্ট করলো প্রতিপক্ষ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৪ ২১:০০; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০০:২২

নওগাঁর ধামইরহাটে কৃষকের ৮৩ শতাংশ জমিতে লাগানো আমনের আধাপাকা ধান গাছ অতিরিক্ত কীটনাশক ছিটিয়ে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ওই কৃষক সঠিক বিচারের দাবিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গতকাল শনিবার সন্ধায় কৃষকের পক্ষ থেকে ৩জনকে বাদি করে অভিযোগ দায়ের করা হয়। এর আগে গত ৪ নভেম্বর উপজেলার আড়ানগর ইউনিয়নের খিয়ারশুকনা মৌজার ফসলি মাঠে এ ঘটনাটি ঘটে।
অভিযোগ সুত্রে জানা গেছে, আড়ানগর ইউনিয়নের গকুল এলাকার মৃত বুলাই টুডুর ছেলে রবিউল টুডু (৫০) খিয়ারশুকনা মৌজার সিএস খতিয়ান ১২৯,এসএ খতিয়ান ১৫৫ দাগে ৮৩ শতাংশ তফশীলি জমি পৈত্রিক সুত্রে দীর্ঘবছর ধরে ভোগ দখল করছিল। ভুল বশত ওই জমি খিয়ারশুকনা এলাকার ময়েন উদ্দিনের নামে হাল খতিয়ান প্রস্তুত হয়। পরে উভয় পক্ষ থেকে কোর্টে জমি নিয়ে মামলা চলমান থাকলে ২০১৩ সালে জমির মালিক রবিউল টুডুর পক্ষে মামলার আদেশ দেন বিজ্ঞ আদালত। সেই থেকে ওই জমি দীর্ঘবছর ভোগদল করলে বিবাদী ময়েন উদ্দিনের ছেলে আব্দুল মালেক ও আব্দুল মজিদ জমিতে ক্ষতিকারক কীটনাশত স্প্রে করে জমির ধান নষ্ট করে।
জমির মালিক রবিউল টুডু জানান, আমি ওই জমিতে কয়েক যুগ থেকে ভোগদখল করছি। চলতি সৌসুমে আমি চিনি আতপ ধানের চারা রোপণ করেছিলাম। আর কয়েকদিন পরে ধানগুলো কেটে ঘরে তুলতাম। এমন সময়ে আমার এত বড় ক্ষতি করা হয়েছে। ব্যক্তিগত কাজে ঢাকায় থাকায় অভিযোগ করতে দেরি হয়েছে আমি প্রশাসনের নিকট এর সুষ্ঠ বিচারের দাবি জানাচ্ছি।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. রাইসুল ইসলাম জানান, এ বিষয়ে একটি অভিযোগ এসেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: