নাটোরে মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে এলোপাতাড়ি গুলি

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৬:০২; আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৮:৪৩

ছবি: সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়ায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে মধ্যরাতে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

সোমবার রাত ১টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি তাজা গুলি এবং ব্যবহৃত সাতটি খোসা উদ্ধার করেছে।

ভুক্তভোগী আব্দুর রশিদ চৌধুরী দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং জয়ন্তিপুর এলাকার মৃত বদিয়ার রহমানের ছেলে।

আব্দুর রশিদ চৌধুরী জানান, রাতে দুর্বৃত্তরা বেশ কয়েক রাউন্ড গুলি করে দ্রুত চলে যায়। এ সময় পবিারের সবাই ঘুমিয়ে থাকায় কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হতে পারিনি।

প্রত্যক্ষদর্শী জয়ন্তিপুর বাজারের নাইট গার্ড রুব্বাস আলীর বরাত দিয়ে ওই তিনি আরও বলেন, মোটরসাইকেল দিয়ে ৬ জন দুর্বৃত্ত তার বাড়িতে গুলি চালিয়ে মালঞ্চি বাজারের দিকে চলে যায়। পরে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুটি তাজা গুলি ও ৭ টি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করেন।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমিনুল হক জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top