পবায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ২জন আহত

পবা(রাজশাহী) প্রতিনিধি: | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৪ ০৭:২৬; আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ০৭:২৭

- ছবি - ইন্টারনেট

রাজশাহী পবা উপজেলার কর্নহার থানাধীন দারুশা এলাকায় পুকুর খননে চাঁদা দাবীর জেরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ২জন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর কর্ণহার থানা হতে ৩০০গজ দক্ষিণে বাদল হাজির মোড়ে এ হামলার ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় সাহাপুর গ্রামের সাইদুল ইসলামের পূত্র শফিকুল ইসলাম কালু, রাফিউল ইসলাম রাফু ও সোহান সহ ৬-৭জনের একটি দল- মাসুম ও হাবিবের উপর হামলা চালিয়ে ছুরিকাঘাতে জখম করে। পরে স্থানীয়রা তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

জানা গেছে, স্থানীয় যুবদল কর্মী শফিকুল ইসলাম কালু, রাফিউল ইসলাম রাফু ও সোহানের নেতৃত্বে ৬-৭জনের সশস্ত্র একটি দল হাবিবের নিকট হতে পুকুর খনন কাজে চাঁদা দাবী করলে- চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা তাদেরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এ ঘটনায় আহত মাসুম দামকুড়া থানার শিতলাই গ্রামের আজিজুল হকের পূত্র এবং হাবিব কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর গ্রামের আজহার আলীর পূত্র।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top