ধামইরহাটে আদিবাসীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ২ জানুয়ারী ২০২৫ ১৬:৩৯; আপডেট: ৩ আগস্ট ২০২৫ ০৬:৫৫

ছবি: সংগৃহীত

নওগাঁর ধামইরহাটে আদিবাসীদের উপরে হামলা ও মন্দির ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে উপজেলার হাটখোলা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদের সামনে অবস্থান গ্রহণ করেন।

এর আগে গত ২৫ ডিসেম্বর আগ্রাদ্বিগুন ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামের একটি মন্দিরে ভাংচুর করেন দুর্বৃত্তরা। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে দেড় শতাধীক আদিবাসী নারী ও পুরুষ অংশগ্রহন করেন।

এ সময় আদিবাসী পরিষদ ধামইরহাট শাখার সভাপতি বিজয় এক্কার সভাপতিত্বে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ নওগাঁ জেলা শাখার উপদেষ্টা জয়নাল আবেদীন মুকুল, সাপাহার বাসদের আহবায়ক মঙ্গল কিস্কু, ধামইরহাট আদিবাসী পরিষদের উপদেষ্টা রবিউল টুডু, আহবায়ক দেবলাল টুডু, সিমা রানী, দিপক পাহান প্রমুখ বক্তব্য রাখেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top