রাজশাহীতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৫ ২২:২৭; আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৮:২৭

ছবি: সংগৃহীত

রাজশাহীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রির ঘরে।

ফলে এমন পরিস্থিতিতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। গত কয়েকদিন থেকে দেরিতে হলেও সূর্যের দেখা মিললেও তাপ কম থাকায় হিমেল হাওয়ায় বাড়ছে শীতের তীব্রতা।

রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ জানুয়ারি) রাজশাহীতে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিন সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। কয়েকদিন ধরে রাজশাহীতে ভোর রাত থেকে হিমেল হাওয়া (বাতাস) বইছে। দুপুরের দিকে কমলেও বিকেল থেকে হাওয়া বাড়ছে। বাতাসের ফলে এই অঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা। সকাল-সন্ধ্যায় নগরীর বিভিন্ন এলাকায় লাকড়ি জ্বালিয়ে আগুনের তাপ নিতে দেখা গেছে বিভিন্ন বয়সের মানুষদের।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top