সিরাজগঞ্জে বাসচাপায় অটোরিকশা চালকসহ ২ জন নিহত
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৫ ১৬:৫৮; আপডেট: ৩ আগস্ট ২০২৫ ০৬:৫১

রাজশাহীর তানোরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (২৭ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার দেবিপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের একজনের নাম জাহিদ। তিনি রাজশাহী নগরীর শিরোইল কলোনী এলাকার রফিকুল আলমের ছেলে। তবে বাকিদের নাম পরিচয় পুলিশ তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি।
তানোর থানার ওসি মিজানুর রহমান বলেন, তানোর থেকে আমনুরাগামী সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুজন নিহত হয়েছে। তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি। সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: