জয়পুরহাট সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৭; আপডেট: ১২ মার্চ ২০২৫ ১০:২২

ছবি: সংগৃহীত

জয়পুরহাট সীমান্তে বিপুল পরিমান মাদকদ্রব্য আটক করেছে ১৪ বিজিবি'র পত্নীতলা ব্যাটালিয়নের সদস্যরা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার গভীর রাতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর কড়িয়া বিওপি’র টহল কমান্ডার নায়েক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২৭৭/৩১-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম কড়িয়া বাজানের কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২২৫ বোতল ভারতীয় মদ মালিকবিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়। যার বাজার মূল্য প্রায় ৯০,০০০/- টাকা।

পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/ অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের বেলায় ঘন কুয়াশার কারণে এসব মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top