ধামইরহাটে জুলাই বিপ্লবের চিত্রাংকন প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৯; আপডেট: ১২ মার্চ ২০২৫ ১০:২২

নওগাঁর ধামইরহাটে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে জুলাই বিপ্লবের চিত্রাংকন প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৮ জন শিক্ষার্থী এই চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিত্রাংকন প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার, উপজেলা তথ্য আপা ইসকিতা আফরিন,উপজেলা রিসোর্স অফিসার খুরশিদা পারভীন,ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিহা ইয়াসমিন, ধামইরহাট প্রেসক্লাবের সদস্য সচিব আব্দুর রাজ্জাক রাজু, সাংবাদিক মুমিনুল ইসলাম প্রমুখ। পরে চিত্রাঙ্কন ও প্রদর্শনী শেষে (ক) এবং (খ) গ্রুপ থেকে সর্বমোট ৬ জন বিজয়ী নির্ধারণ করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: