নওগাঁয় মিলল লুট হওয়া ২২ লাখ টাকার তেল
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৬; আপডেট: ২ এপ্রিল ২০২৫ ১০:১৪

বগুড়ার শেরপুরে ডাকাতি হওয়া তেলভর্তি ট্রাকটি রাজশাহীর গোদাগাড়ীতে পাওয়া গেছে। পরে নওগাঁর সাপাহার থেকে প্রায় ২২ লাখ টাকার তেল উদ্ধার করে পুলিশ। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গোদাগাড়ী থানার ওসি রুহুল আমিন বলেন, গত সোমবার সকালে গোদাগাড়ীর ললিতনগর এলাকায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ওই ট্রাকটি পাওয়া যায়। তবে নওগাঁর সাপাহারে একটি গুদামে তেল নামিয়ে নেয়া হয়েছে বলে তদন্তের মাধ্যমে জানা যায়। আজ ওই গুদামে অভিযান চালিয়ে ৭৫ ড্রামে ১৩ হাজার ৯৫০ কেজি তেল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২২ লাখ টাকা। এ ঘটনায় আগেই মামলা হয়েছে।
এর আগে, গত রোববার চট্টগ্রাম থেকে তেল নিয়ে রংপুরে যাচ্ছিল ট্রাকটি। রাতে বগুড়া-শেরপুর সড়কের ছনকা এলাকায় আরেকটি ট্রাক দিয়ে তেলভর্তি ট্রাকটি থামায় ডাকাতদল। পরে চালক ও সহকারীর হাত-পা বেঁধে ট্রাকে তুলে নিয়ে কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক খাইয়ে অচেতন করা হয়।
ওসি রুহুল আমিন বলেন, ট্রাক ডাকাতির সঙ্গে জড়িতদের এখনও গ্রেপ্তার করা যায়নি। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। সাপাহারে গ্রেপ্তার তিনজনকে বৃহস্পতিবার আদালতে তোলা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: