পাবনায় বাস-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ৫
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২০ মার্চ ২০২৫ ২২:৩২; আপডেট: ২১ মার্চ ২০২৫ ১৪:৩৪

পাবনার ঈশ্বরদীতে বাসের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ঈশ্বরদী-দাশুড়িয়া মহাসড়কের বহরপুরে মুল্লিকা এগ্রো ফুডের সামনে এ ঘটনা ঘটে।
তাৎক্ষনিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় আরো দু’জন গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বাসটি ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। আর সিএনজি চালিত অটোরিকশাটি ঈশ্বরদীর দিকে আসছিল। এসময় বাস-সিএনজি ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনা আরো দু’জন গুরুতর আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করা হয়েছে বলেও তিনি জানান।
আপনার মূল্যবান মতামত দিন: