পবা উপজেলা প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পবা প্রতিনিধি: | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫ ২২:৩৬; আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১০:১১

ছবি: সংগৃহীত

রাজশাহীর পবা উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে মাহে রমযানের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার পবা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।

বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা সহকারি কমিশনার (ভুমি) জাহিদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, দৈনিক সানশাইন পত্রিকার বার্তা সম্পাদক ইলিয়াস আরাফাত, দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার সম্পাদক এনায়েত করিম, নওহাটা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, নওহাটা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলতাব হোসেন, নওহাটা বিজ্ঞান ও প্রযুক্তি ভোকেশনাল উচ্চ বিদ্যালয় সুপারিনটেন্ডেন্ট আব্দুল হান্নান।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল মাহবুব এর পরিচালনায় অন্যান্নের মধ্যে উপস্থিত ছিলেন: সাংবাদিক জাহিদ হাসান পলাশ, সাংবাদিক মেসবাহউল আলম দিনার, সাংবাদিক মঈন উদ্দিন, সাংবাদিক সরকার দুলাল মাহবুব, সাংবাদিক জিয়াউল কবীর স্বপন, সাংবাদিক অসিত কুমার সাহা, সাংবাদিক ইউসুফ আলী চৌধুরী, সাংবাদিক সবুজ ইসলাম, সাংবাদিক জিয়াউল হক, বিশিষ্ট ব্যবসায়ী সাদিকুল ইসলাম মেজো, প্রভাষক আব্দুল মতিন সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top