শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশনের

৫৮ শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান 

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫ ১৬:২৮; আপডেট: ২ এপ্রিল ২০২৫ ০২:০৯

সংগৃহীত

২০২৪ জুলাই বিপ্লবের রাজশাহী বিভাগের ৮টি জেলার ৫৮ জন শহীদ পরিবারের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। আজ  রোববার দুপুর ২ টায় এ নিয়ে রাজশাহী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন জিয়াউর রহমান ফান্ডেশনের রাজশাহী বিভাগীয় সদস্য সচিব প্রফেসর ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার । সংবাদ সম্মেলনে বলেন, তারেক রহমানের নির্দেশনায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে রাজশাহী বিভাগের ৮টি জেলার ৫৮ জন শহীদ পরিবারের সদস্যদের ঈদ উপহার তুলে দেয়া হয়। এর মধ্যে বিভাগের ৮ টি জেলার মধ্যে রাজশাহীর ৪ শহীদ পরিবার, চাঁপাইনবাবগঞ্জ জেলার ২টি শহীদ পরিবার, নাটোরে ৮টি শহীদ পরিবার, সিরাজগঞ্জে ১১টি শহীদ পরিবার, পাবনায় ৫ টি শহীদ পরিবার, বগুড়ায় ১৫টি শহীদ পরিবার, জয়পুরহাটে ৪ টি নওগায় ৯ টি শহীদ পরিবার রয়েছে। 
শহীদ পরিবারের মাঝে ঈদ সামগ্রী দেয়ার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের লাইফ মেম্বার ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. মো. আতাউর রহমান ও এ্যাডভোকেট মো: সুলতানুল ইসলাম তারেকসহ প্রমুখ।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top