ধামইরহাটে মাদকদ্রব্যসহ দুই চোরাকারবারি আটক
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৫ ২০:২৩; আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ০৫:২৫

নওগাঁর ধামইরহাটে ২৬০পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজন মাদক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
শুক্রবার (৪ এপ্রিল) ভোরে উপজেলার দক্ষিণ চকযদু এলাকার রাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার দক্ষিণ চকযদু এলাকার মৃত খাতের আলীর ছেলে আনোয়ার হোসেন (৬০) এবং খেলনা ইউনিয়নের উদয়শ্রী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে আরিফ হোসেন (২৯)।
সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানান, ৪ এপ্রিল ভোরে বস্তাবর বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ ইয়াদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে দক্ষিণ চকযদু গ্রামস্থ রাস্তায় অভিযান পরিচালনা করে ২৬০পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদেরকে আটক করা হয়।
অপর আরো একটি অভিযানে কালুপাড়া বিওপি’র বিওপি কমান্ডার সুবেদার মোঃ আইয়ুব আলী এর নেতৃত্বে সীমান্ত পিলার ২৬৮/১০-এস আলতাদিঘী গ্রামের মাঠের ধান ক্ষেত্রের মধ্যে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৩১ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করতে সক্ষম হয় বিজিবি।
পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য প্রায় ১লক্ষ ৪৪হাজার ৪শত টাকা।
আপনার মূল্যবান মতামত দিন: