পুলিশের অভিযানে ৩৬: মাদক উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০ ২২:৩৫; আপডেট: ৫ আগস্ট ২০২৫ ০০:৪৯

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩৬ জনকে আটক করা হয়। এর মধ্যে ১৬ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৪ জনকে মাদকদ্রব্যসহ অন্যান্য অপরাধে ১৬ জন গ্রেফতার করা হয়েছে।
রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৮ জন, রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-৩ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-৪ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-২ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-৪ জন, কর্ণহার থানা-১ জন ও দামকুড়া থানা পুলিশ-৭ জনকে আটক করে।
বোয়ালিয়া মডেল থানা পুলিশ (১) মেরাজুল ইসলাম @ ভোদল (৩০)কে ১১০ গ্রাম গাঁজা সহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ (১) মোসাঃ হাবিবা খাতুন (২০)কে ০৪ গ্রাম হেরোইন সহ আটক করে, (২) মোঃ ওয়াসেউল নয়ন (৩৫)কে ২৫ পিচ টপেন্টডল ট্যাবলেট সহ আটক করে ও দামকুড়া থানা পুলিশ (১) মোঃ মাসুম (৩৯)কে ৪.৫ গ্রাম হেরোইন সহ আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: