পবায় অবৈধ ভাবে পুকুর খননের দায়ে একজনের কারাদন্ড ও ৩টি স্কেভেটর অকেজো
মেসবাহউল আলম দিনার পবা-রাজশাহী প্রতিনিধি: | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫ ১৩:২৮; আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ২৩:৫৮

রাজশাহীর পবা উপজেলা অবৈধভাবে পুকুর খননের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এসময় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ ধারায় একজনকে চার দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়াও একটি এজাহার দায়ের সহ ৩টি স্কেভেটর অকেজো করা হয়েছে।
গতকাল রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পারিলা ইউনিয়নের মতিয়াবিল ও বড়গাছী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান।
তিনি অবৈধভাবে পুকুর খনন ও মাটি উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় বড়গাছী মধ্যপাড়া গ্রামের মৃত. বলরাম দাসের ছেলে অরুণ কুমার দাসকে চার দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এছাড়াও পারিলা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা কামাল হোসেন বাদী হয়ে মতিয়াবিল এলাকার ইয়াকুব আলীর ছেলে ইব্রাহিম আলীর নামে পবা থানায় একটি এজাহার দায়ের করেছেন। সেখানে তিনটি স্কেভেটর অকেজো করা হয়েছে।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান বলেন, তিন ফসলি কৃষি জমি রক্ষা ও অবৈধ মাটি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এই উপজেলায় অবৈধভাবে পুকুর খনন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং পুকুর খননের নামে মাটি উত্তোলন বন্ধ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত ছিলেন, বড়গাছী ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা বীনা খাতুন, পারিলা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা কামাল হোসেন ও পবা থানার এসআই ইকরামুল ইসলাম।
আপনার মূল্যবান মতামত দিন: