রাজশাহীতে বাসের ধাক্কায় সাবেক পুলিশ সদস্যের মৃত্যু

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৫ ১২:২২; আপডেট: ৩ আগস্ট ২০২৫ ০৬:৫৭

- ছবি - ইন্টারনেট

রাজশাহীতে বাসের ধাক্কায় ওলিউর রহমান (৭০) নামে পুলিশের সাবেক এক সদস্যের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) বিকেলে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার নগরপাড়া রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ।

নিহত সাবেক পুলিশ সদস্য ওলিউর নগরীর বুলনপুর এলাকার বাসিন্দা।

এ বিষয়ে কাশিয়াডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, ওলিউর রহমান নগরপাড়া থেকে কাশিয়াডাঙ্গার রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী গ্রামীণ ট্রাভেলস নামে একটি বাস ওলিউর রহমানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠায়।

তিনি আরও বলেন, ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন। তবে বাসের সুপারভাইজার ও হেলপারকে আটক করা হয়েছে। একই সঙ্গে বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top