রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১ মে ২০২৫ ২২:৩২; আপডেট: ২ মে ২০২৫ ০১:৩৫

রাজশাহীতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ছয়জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার দিবাগত রাত ৩টার দিকে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-জিয়াউর রহমান (৪০), রবিউল ইসলাম (৩০), সুমন (৩২), ইব্রাহিম (৩৮), সাকলাইন (২৫) ও শহিদুল ইসলাম সাগর (৪৪)। তারা সবাই নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযানের সময় তাদের জুয়ার আসর থেকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে নগদ অর্থ ও তাস জব্দ করা হয়েছে।
ঘটনার পর রাজপাড়া থানায় তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
আপনার মূল্যবান মতামত দিন: