তানোর পৌর নির্বাচন: বিএনপির দলীয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২১ ০০:৪২; আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৮:৪৬
-2020-12-31-18-41-52.jpg)
আসন্ন রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডমালা পৌরসভা নির্বাচনে বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী মুণ্ডমালা পৌরসভা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ফিরোজ কবির মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে তিনি তানোর পৌর মেয়র মিজানুর রহমান মিজানকে সাথে নিয়ে তিনি মুন্ডমালা পৌর নির্বাচনের রিটার্নিং রিটার্নিং অফিসার ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো’র কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।
এসময় মনোনয়ন পত্র জমা দেয়ার সময় সাথে ছিলেন তানোর উপজেলা বিএনপি’র আহবায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক খান, মুন্ডমালা পৌর বিলনপির আহবায়ক মাওলানা আবুল কাশেম, মুন্ডমালা পৌর বিএনপির সদস্য সচিব আজাহার আলী, তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী, মুণ্ডমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান, কামারগা ইউপি বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ,পাচন্দর ইউপি বিএনপি’র সভাপতি মজিবুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন মুন্সি সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: