‘বহিষ্কৃত’ বিএনপি নেতার বাড়ি থেকে রাসিকের সাবেক মেয়র লিটনের পিএস গ্রেপ্তার
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৯ মে ২০২৫ ১৭:৫২; আপডেট: ১০ মে ২০২৫ ০২:৫৩

নওগাঁর বদলগাছীতে অভিযান চালিয়ে বিএনপির সাবেক এক নেতার বাড়ি থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত সহকারী (পিএ) আব্দুল ওয়াহেদ খান টিটুকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে টিটুকে আশ্রয় দেওয়ার অভিযোগে ওই বাড়ির মালিক ও বিএনপির সাবেক নেতা আব্দুল ওহাব সাগর চৌধুরীকেও (৪৫) গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৮ মে) দিবাগত মধ্যরাত ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চাকরাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
একই দিনে পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে যুবলীগ ও আওয়ামী লীগের আরও তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আব্দুল ওয়াহেদ খান টিটু রাসিকের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের পিএস এবং সে রাজশাহীর বোয়ালিয়া থানার রাণীবাজার এলাকার মৃত আব্দুল ওয়াদুদ খানের ছেলে। এছাড়া তিনি রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
অন্যদিকে বাড়ির মালিক আব্দুল ওহাব সাগর চৌধুরী নওগাঁ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি। তিনি বিএনপির বদলগাছী সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তবে আগেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ।
গ্রেপ্তারদের মধ্যে অন্যান্যরা হলেন- উপজেলার আধাইপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে এবং উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও ওই ইউনিয়নের মেম্বার আমিনুল ইসলাম উজ্জ্বল (৪০), রাজাপুর এলাকার বাবুল হোসেনের ছেলে ও আওয়ামী লীগের সমর্থক মিলন হোসেন (৩৮) এবং বালুভরা ইউনিয়নের চকগোপালপুর গ্রামের মৃত অশোক কুমার সরকারের ছেলে (আওয়ামী লীগের সমর্থক) পুলকেশ সরকার (৫২)।
বিভিন্ন সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আব্দুল ওয়াহেদ খান টিটু বাসার মালিক সাগর চৌধুরীর ভাই টিটুর সম্পর্কে বড় শ্যালক। সেই সুবাদে আব্দুল ওয়াহেদ খান টিটু গত বুধবার রাতে বেড়াতে আসে চাকরাইলে। এরপর গোপনে সেখানে লুকিয়ে ছিলেন। বিষয়টি জানাজানি হলে ওই বাসা ঘেরাও করে রাখে স্থানীয় জনতা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে গ্রেপ্তার ৫ জনের মধ্যে ৪ জনকে ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাড়ির মালিক সাগর চৌধুরীকে ১৫১ ধারার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে নওগাঁ আদালতে পাঠানো হয়েছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে শুক্রবার ভোর রাতে চাকরাইল এলাকায় সাগর চৌধুরীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় রাজশাহীর সাবেক মেয়র লিটনের পিএস ওয়াহেদ খান টিটুকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে বাড়ির মালিককেও গ্রেপ্তার করা হয়। তাছাড়া একই রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: