রাজশাহীতে আবাসিক হোটেল থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৮ জুন ২০২৫ ২২:১৫; আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৪:৫৭
 
                                রাজশাহীতে আবাসিক হোটেল থেকে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নেতার নাম মাইনুল ইসলাম স্বপন। তিনি তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কমলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
গত শুক্রবার রাতে নগরীর সাহেববাজার এলাকার ‘মুন’ আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, মাইনুল হোটেলটির একটি কক্ষে অবস্থান করছিলেন।
খবর পেয়ে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা হোটেলটি ঘিরে ফেলেন। পরে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। পুলিশ এসে তাকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।
নগরীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, মাইনুল ইসলামের বিরুদ্ধে আমাদের থানায় (বোয়ালিয়া) কোনো মামলা ছিল না। তবে ছাত্র-আন্দোলনে হামলার ঘটনার একটি মামলায় অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

 
                                                     
                                                    -2021-11-02-20-31-22.jpg) 
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: