তাহেরপুর পৌর নির্বাচনে ৫২ জনের মনোনয়নপত্র উত্তোলন
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২১ ২২:৩৫; আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৮:৪১
-2021-01-08-16-35-22.jpg)
রাজশাহীর বাগামারা উপজেলার আসন্ন তাহেরপুর পৌরসভা নির্বাচনে গত বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) পর্যন্ত মোট ৫২ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এর মধ্যে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোট ১০ জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক বাবু দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাচনি অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন।
এই সময় কার্যালয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাগমারা উপজেলা কৃষক লীগের সভাপতি প্রভাষক এমদাদুল হক, রাজশাহী জেলা কৃষক লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মহসিন আলী প্রামানিক, বাগমারা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক কাশেম আলীসহ আরও অনেকে।
আসন্ন নির্বাচনের বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার দুলাল হোসেন জানান, তৃতীয় ধাপে অনুষ্ঠিত তাহেরপুর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ জানুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১৯ জানুয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২৬ জানুয়ারি এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: