রাজশাহীতে বিমান দুর্ঘটনা
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২১ ২১:৫৪; আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৮:২৫
-2021-01-09-15-53-39.jpg)
রাজশাহীতে একটি বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। হযরত শাহমখদুম (র.) বিমানবন্দরে একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে।
শনিবার (০৯ ডিসেম্বর) বেলা ৩টার দিকে বিমানবন্দরের রানওয়েতে এই ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হননি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নিরাপত্তা সুপারভাইজার আবদুল মতিন।
তিনি জানান, প্রশিক্ষণ বিমানটি গ্যালাক্সি ফ্লাইং একাডেমির। রানওয়েতে বিমানটি মুখ থুবড়ে আছে।
আবদুল মতিন আরো জানান, বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হননি। বিমানে একজন প্রশিক্ষক এবং একজন প্রশিক্ষণার্থী ছিলেন বলেও জানান তিনি।
এমন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ফ্লাইং একাডেমির কর্মকর্তারা কাজ করছেন বলে জানা গেছে।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: