ইসলামিয়া কলেজে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২১ ০০:৩৩; আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৮:৩৯
-2021-01-12-18-33-03.jpg)
নগরীর ইসলামীয়া কলেজের নতুন অ্যাকাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন। এ সময় দোয়া করা হয়।
দোয়া ও মোনাজাত শেষে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ফজলে হোসেন বাদশা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
কলেজ উপাধ্যক্ষ শামিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু, কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য রাজকুমার সরকার, সাবেক সভাপতি আবদুর রাজ্জাক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মতিহার থানা সভাপতি রমজান আলী। সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মো. কামরুজ্জামান।
উল্লেখ্য, কলেজের ছয়তলা ভিতবিশিষ্ট একতলা এই ভবনটি নির্মাণে ব্যয় হবে এক কোটি টাকা। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এটি বাস্তবায়ন করবে।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: