ফজলে হোসেন বাদশাকে আইইডিবির সম্মাননা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২১ ০১:৫৭; আপডেট: ৪ আগস্ট ২০২৫ ২২:৪০

আইইডিবির সম্মাননা ক্রেস্ট প্রদান।

ওয়ার্কার্স পার্টির নেতা রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাকে সম্মাননা জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইডিবি) রাজশাহী জেলা শাখা।

বুধবার (১৩ ডিসেম্বর) এই সংসদ সদস্যের রাজশাহী নগরীর হড়গ্রাম এলাকায় নিজ বাসভবনে তার ব্যক্তিগত কার্যালয়ে তাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আইইডিবির নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি উপলক্ষে তাকে এই সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।

এই সময় তার হাতে ক্রেস্ট তুলে দেন আইইডিইবির কেন্দ্রীয় নেতা ও রাজশাহী জেলার সভাপতি আমিনুল ইসলাম, আইডিইবির বিএমডিএ শাখার সাধারণ সম্পাদক রাহাত পারভেজ, বিএমডিএ বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন প্রমুখ

  • এসএইচ


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top