নগরীতে সাংবাদিকদের অধিকার আদায়ে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫ ১৭:৩৭; আপডেট: ১ নভেম্বর ২০২৫ ২১:২৫

সংগৃহিত

সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় নগরীর জিরো পয়েন্টে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি ড. সাদিকুল ইসলাম স্বপন। 

সমাবেশে বক্তরা বলেন, “সাংবাদিকরা দেশের চতুর্থ স্তম্ভ হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু তাদের নিরাপত্তা, ন্যায্য মজুরি ও চাকরির নিশ্চয়তা এখনো নিশ্চিত হয়নি। তাই সাংবাদিকদের দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।” বক্তারা সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহীর সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সেক্রেটারি ডা. নাজিব ওয়াদুদ, সহ-সভাপতি মঈন উদ্দিন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান আহসান হাবিব অপু, সিনিয়র সাংবাদিক শম শাজু প্রমুখ।

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top