নগরীতে ম্যাগাজিনসহ বিদেশী পিস্তল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫ ১৬:৫১; আপডেট: ২ জানুয়ারী ২০২৬ ০২:৪১
রাজশাহী মহানগরীর অলোকার মোড় এলাকার গোপাল পঁচা পুকুরের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর আড়াইটার দিকে নগরীর বোয়ালিয়া থানা পুলিশ আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রের গায়ে খোদায়কৃত ভাবে মেড ইন ইউএসএ লেখা রয়েছে।
বোয়ালিয়া মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি মোবাইল টিম দায়িত্ব পালন করছিল। এসময় তারা খবর পায়, অলোকার মোড় এলাকার গোপাল পঁচা পুকুরের পাড়ে একটি অস্ত্র পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ একটি ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার করে।

আপনার মূল্যবান মতামত দিন: