পবায় বিএনপির নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত

পবা প্রতিনিধি: | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫ ২১:৫৯; আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ০০:২১

- ছবি - ইন্টারনেট

পবা উপজেলার নওহাটা বাজারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র ভিত্তিক নির্বাচনী কমিটি গঠনের লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এড. শফিকুল হক মিলন বলেন, ‘নির্বাচন জনগণের সংবিধানিক অধিকার, জনগণই রাষ্ট্রের মালিক। জনগণের অনুমতি ছাড়া কোনো সরকার ক্ষমতায় থাকতে পারে না।’ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘স্বৈরাচারী পলাতক হাসিনা সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর বিএনপি নেতাকর্মীদের মিথ্যা, গায়েবী, গুম ও হয়রানীমূলক মামলার শিকার হতে হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকার দেশ ছেড়ে ভারত পালিয়েছে। সেখান থেকে এখনো দেশকে অস্থিতিশীল ও নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।’

তিনি আরও বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচি প্রচার করতে হবে।’ পবা-মোহনপুরের জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে এই এলাকার সাধারণ মানুষ অবহেলিত ছিল। বিএনপি ক্ষমতায় এলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।’

সভায় আরও বক্তব্য রাখেন- রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক প্রফেসর আব্দুল রাজ্জাক, নওহাটা পৌরসভা সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম পিটার, নওহাটা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মামুনুর সরকার জেড, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top