রাবি ছাত্রলীগ নেতার বাড়িতে ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫ ১৭:৫৪; আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১৯:৪৯
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খালেদ হাসান বিপ্লবের বাসায় ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। খালেদ হাসান বিপ্লবের বাড়ি রাজশাহী নগরের মতিহার থানার কাজলা নতুন বৌ বাজার এলাকায়। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এঘটনা ঘটে। খালেদ হাসান বিপ্লব গত বছরের ৫ আগস্ট থেকেই বাড়িতে নেই। তাকে খুঁজতে গিয়ে চালানো এ হামলা চালানো হয় বলে জানা গেছে।
পরিবারের সদস্যরা জানান, রাতে প্রায় ১০০-১৫০ জন ব্যক্তি তাদের বাড়িতে আসেন। তখন বাইরে মূল ফটকে তালা দেওয়া থাকায় তারা ঢুকতে পারছিলেন না। পরে ৩০-৪০ জন ব্যক্তি প্রাচীর টপকে ভেতরে ঢোকেন। এরপর ভবনের সিঁড়ির পাশের আরেকটি গেটের তালা ভেঙে ভেতরে ঢোকেন। দোতলায় উঠে তারা খালেদ হাসান বিপ্লবকে খুঁজতে থাকেন। তাকে না পেয়ে বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

আপনার মূল্যবান মতামত দিন: